প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ছয়জন আটক

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ছয়জন আটক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে, ঢাকায় একটি চক্রের মূল হোতাসহ ছয়জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, পরীক্ষার আগে অ্যাপস চালু করে ক্লায়েন্ট যোগাড় করত চক্রটি, যারা টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের হাতে পৌঁছে দিত প্রশ্ন।

বেলা সাড়ে ১১ টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিবি’র যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।

তিনি বলেন, টাকার বিনিময়ে যে প্রশ্ন দেওয়া হতো তার সাথে মূল প্রশ্ন কখনো মিলতো আবার কখনো মিলতো না। এর সাথে বিজি প্রেসের কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। এছাড়া গণিত পরীক্ষার কথিত প্রশ্ন ফাঁসের সাথে, ঢাকা শিক্ষা বোর্ডের কারুর সংশ্লিষ্টতা আছে কিনা, সেটিও খতিয়ে দেখবে তদন্ত কমিটি।