‘প্রধান বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগের অনুসন্ধান হবে’

‘প্রধান বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগের অনুসন্ধান হবে’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে উত্থাপিত ১১টি অভিযোগের অনুসন্ধান হবে। আর এসব অভিযোগ দুর্নীতি দমন কমিশন বা দুদকের তফসিল ভুক্ত।

রোববার সকালে মন্ত্রণলয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের শুরুতেই আইনমন্ত্রী আনিসুল হক, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অসুস্থতা, ছুটি চাওয়া, বিদেশ যাওয়ার অনুমতি চাওয়াসহ বিভিন্ন বিষয়সংক্রান্ত সব আবেদন ও চিঠিপত্র পড়ে শোনান।

তিনি বলেন, এসব আবেদন ও চিঠিপত্রে প্রধান বিচারপতি তাঁর অসুস্থতার কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। কিন্তু বিদেশ যাওয়ার আগে তিনি বলেছেন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। তাঁর এ বক্তব্যে হতভম্ব বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।

তিনি আরো বলেন, প্রধান বিচারপতি ছুটি ও বিদেশ যাওয়া নিয়ে বিতর্কের কারণ নেই। রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে এটি করা হচ্ছে। এক প্রশ্নের জবারে আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে তদন্ত হবে, প্রমানিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।