প্রধান বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

প্রধান বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগ পত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহম্মদ আব্দুল হামিদ। মঙ্গলবার সকালে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নুল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি এখন নতুন একজন প্রধান বিচারপতি নিয়োগ দেবেন।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটিতে যাবার পর থেকেই আপিল বিভাগের জেষ্ঠ্যতম বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন। পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া ছাড়াও বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি ইমান আলী ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নাম শোনা যাচ্ছে।

এর আগে দুর্নীতি, বিদেশে অর্থ পাচার, নৈতিক স্খলনসহ ১১টি অভিযোগ ওঠায়, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে এজলাসে বসতে অস্বীকৃতি জানান আপিল বিভাগের অন্য ৫ বিচারপতি। এর প্রেক্ষিতে গত ১ অক্টোবর থেকে ছুটিতে যান বিচারপতি সিনহা। ছুটির শেষ দিন ১০ নভেম্বর তিনি সিঙ্গাপুরে বাংলাদেশ হাই কমিশনে পদত্যাগপত্র জমা দেন। পরদিন পদত্যাগপত্র ঢাকায় পৌছায়।