প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

শেয়ার করুন

maxresdefaultনিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। শুক্রবার সকালে নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কক্ষে সাক্ষাৎ করেন পম্পেও।

এ সময় আলাপকালে প্রধানমন্ত্রী নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের পক্ষে মত দেন। এছাড়া পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন দুই নেতা। এসময় রোহিঙ্গা ইস্যু ও  বাংলাদেশের নির্বাচন ব্যাবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয় বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত থাকুক এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। এসময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।