প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সেনা প্রধানের সৌজন্য সাক্ষাত

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সেনা প্রধানের সৌজন্য সাক্ষাত

শেয়ার করুন

pm-6নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য স্বাক্ষাত করেছেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং নেপালের নতুন রাষ্ট্রদুত অধ্যাপক ড. চোপলাল ভুশাল।

রবিবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিদায়ী সেনাপ্রধান। এ সময় সেনাপ্রধান হিসেবে  ৩ বছর দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। তাকে দায়িত্ব দেয়ায় কৃতজ্ঞতা জানান প্রকাশ করেন জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ৩ বছর সাফল্যের সাথে দায়িত্ব পালন করায় বিদায়ী সেনাপ্রধানকে ধন্যবাদ জানান।

এরপর বেলা ১১ টায় বাংলাদেশে নবনিযুক্ত নেপালের রাষ্ট্রদুত অধ্যাপক ড. চোপলাল ভুশাল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। নেপালের নতুন রাষ্ট্রদুতকে বাংলাদেশে স্বাগত জানান শেখ হাসিনা। ভবিষ্যতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার আশ্বাস দেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদুত।