প্রচার প্রচারণা শেষ

প্রচার প্রচারণা শেষ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

নির্বাচন কমিশনের বেঁধে দেয়া প্রচার-প্রচারণার সময় শেষ হয়েছে। শুক্রবার সকালে কাউকে প্রচারণা চালাতে না দেখা গেলেও বৃহস্পতিবার রাতে ঢাকায় প্রার্থী-সমর্থকরা চষে বেড়িয়েছেন অলিগলি।  ভোট চাওয়ার পাশাপাশি অনেকেকেই দেখা গেছে দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করতে।

প্রচারণার শেষ সকালে কিন্তু সব দলেরই পোস্টারের দেখা মিলেছে রাজধানীতে।  তবে প্রচারণার অস্থায়ী বুথগুলো ছিল ফাঁকা। জনশূন্য। টিক টিক করে ঘুরছে সময়ে কাঁটা। নাভিশ্বাস প্রার্থীদের ।

অন্যান্য দলের প্রার্থী সমর্থকদের মাঠে দেখা না গেলেও নৌকার সমর্থক প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছেন শেষ রাতেও।
কনকনে শীতে ছিন্নমূল মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিয়ে নৌকা মার্কায় ভোট চাইতে দেখা গেছে ছাত্রলীগের কিছু তরুণ সদস্যদের।

মাঝ রাত পেরোনোর পর প্রচার উৎসবের রঙ কিছুটা ফিকে হয়েছে।  এমন সময়, শেষ মুহূর্তের পথ সভায় হাজি সেলিম। তার পক্ষে ভোট চাইলেন সমর্থকরা।

রাত জেগে কাজ করা এই মানুষেরা অনেকেই রাজনীতির মারপ্যাচ বোঝেন না।  বোঝেন দু’বেলা দু’মুঠো ভাত।  সেই নিশ্চয়তা দেখেই তারা প্রার্থী বাছাই করবেন বলে জানান।