পাল্টে গেল ২৫ সংসদীয় আসনের সীমানা

পাল্টে গেল ২৫ সংসদীয় আসনের সীমানা

শেয়ার করুন

Untitled-2-29
নিজস্ব প্রতিবেদক :

আগামী অক্টোবরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে, জানিয়েছে নির্বাচন কমিশন। আর আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ সংসদীয় আসনের ২৫টিতে সীমানায় পরিবর্তন  আনা হয়েছ। বাকি ২৭৫টি আসনের ক্ষেত্রে দশম সংসদের সীমানাই বহাল থাকছে।

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই সীমানা পুননির্ধারণের ঘোষণা দিয়েছিলো নির্বাচন কমিশন। জানানো হয়েছিলো পরিবর্তন আসতে পারে ৬০ থেকে ৭০টি আসনের সীমানা। যার মধ্য থেকে যাচাই-বাছাই করে গত ১৪ মার্চ ৩৮টি আসনের খসড়া তালিকা প্রকাশ করেছিলো কমিশন। এর পক্ষে-বিপক্ষে দাবি ও আপত্তি গ্রহণ করে কমিশন।

এসব আপত্তির শুনানী শেষে সোমবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠকে চূড়ান্ত তালিকা প্রকাশ করে কমিশন। যেসব আসনে পরিবর্তন আনা হয়েছে সেগুলো হলো- নীলফামারী-৩ ও ৪, রংপুর- ১ ও ৩, কুড়িগ্রাম- ৩ ও ৪, সিরাজগঞ্জ ১ ও ২, খুলনা ৩ ও ৪, জামালপুর ৪ ও ৫, নারায়ণগঞ্জ ৪ ও ৫, সিলেট ২ ও ৩, মৌলভীবাজার ২ ও ৪, ব্রাহ্মণবাড়িয়া ৫ ও ৬, কুমিল্লা ৬, ৯ ও ১০ এবং নোয়াখালী ৪ ও ৫। নির্বাচন অনুষ্ঠানে সুবিধার জন্যেই আসনগুলোতে পরিবর্তন, জানিয়েছে কমিশন।

এছাড়া, আসছে অক্টোবরেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানান তিনি।