পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধন আইনের খসড়ায় অনুমোদন

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধন আইনের খসড়ায় অনুমোদন

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে চেয়ারম্যানের ক্ষমতা কমিয়ে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধন আইন-২০১৬ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সকালে, সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মাদ শফিউল আলম সাংবাদিকদের জানান, আইনে নতুন কোনো ধারা যুক্ত হয়নি। ২০১৫ সালের ৯ জানুয়ারি চট্টগ্রামে সার্কিট হাউজে প্রধানমন্ত্রী ও পার্বত্য চট্টগ্রামের নেতৃবৃন্দের মধ্যে স্বাক্ষরিত প্রস্তাবনার আলোকেই এই সংশোধনী আনা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, আইনটি পাশ হলে চেয়ারম্যানরা এককভাবে সিদ্ধান্ত নেবেন না। ফোরাম পূরণে চেয়ারম্যানসহ ৪ জন সদস্য দরকার হবে।