পল্লবীতে প্রকাশ্যে কুপিয়ে হত্যা: সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার

পল্লবীতে প্রকাশ্যে কুপিয়ে হত্যা: সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার

শেয়ার করুন

Ex MP Awal

 

রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে সাহিনুদ্দিন (৩৩) নামে একজনকে কুপিয়ে হত্যার নেপথ্যে প্রধান আসামি সাবেক এমপি এম এ আওয়ালকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তিনি লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এবং তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব।

আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনায় র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বিস্তারিত তুলে ধরা হবে। তাকে ভৈরব থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ১৬মে বিকেলে পল্লবী ১২ নম্বর সেকশনের ৩১ নম্বর সড়কে সন্তানের সামনে তার বাবা সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। সাইনুদ্দীন স্থানীয় পর্যায়ে প্রভাবশালী ছিলেন। এদিন তিনি তার উত্তর কালশী সিরামিক এলাকার বাসা থেকে বের হয়ে ৩১ নম্বর সড়কে আসেন। এখানেই আগে থেকে ওঁত পেতে থাকা দূর্বৃত্তরা রাম দা, চাকু দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। তারা কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। সাইনুদ্দীনের এলাকায় বেশ প্রভাব এবং জমি জমা রয়েছে।

পুলিশ পরিদর্শক মামুন জানান, নিহত এই ব্যক্তির বিরুদ্ধেও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। সব মামলায় তিনি জামিনে ছিলেন।