পর্যবেক্ষকদের ভিসা না দেয়ায় হতাশা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের বিবৃতি

পর্যবেক্ষকদের ভিসা না দেয়ায় হতাশা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের বিবৃতি

শেয়ার করুন

d80f2fc414e545725fd8e52180b83116_400x400
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন- অ্যানফ্রেল এর সদস্যদেরকে ভিসা এবং পরিচয়পত্র ইস্যু না করায় একটি বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। শনিবার তাদের দেওয়া বিবৃতিতে যুক্তরাষ্ট্র দূতাবাস এ নিয়ে তাদের হতাশার কথা জানায়।

গত ২১ ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র রোবার্ট প্যালাডিনো বিবৃতিতে বলেন, নির্বাচনটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হচ্ছে কিনা, তা পর্যবেক্ষণের স্বার্থেই আন্তজাতিক এই মনিটরিং মিশনের উপস্থিত থাকতে চাইছিলো।

যুক্তরাষ্ট্র ওয়াশিংটনভিত্তিক ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের-এনডিআই’য়ের মাধ্যমে এনফ্রেলকে অর্থায়ন করে থাকে। তবে এর পাশাপাশি বিবৃতিতে  বাংলাদেশের নাগরিকরা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন বলেও আশা প্রকাশ করা হয় ।