পররাষ্ট্র সচিবের সঙ্গে যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির বৈঠক

পররাষ্ট্র সচিবের সঙ্গে যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির বৈঠক

শেয়ার করুন

aaf73ddy_1070 
নিজস্ব প্রতিবেদক :

রোহিঙ্গা ইস্যু, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে পররাষ্ট্র সচিবের সাথে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এলিস ওয়েল।

রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রনালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাখানেক আলোচনায় দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন তারা।

সাক্ষাত শেষে পররাষ্ট্র সচিব শহিদুল হক সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি কক্সবাজার যাবেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে। আর সেকারণে রোহিঙ্গা ইস্যু তাদের আলোচনায় প্রাধান্য পেয়েছে। রোহিঙ্গারা যাতে তাদের দেশের ফেরার অধিকার ফিরে পায় এবং তাদের প্রতি যে অমানবিক আচরণ করা হয়েছে তার বিচার পায়, সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।