পরমাণু যুগের নতুন ধাপে পা দিতে যাচ্ছে বাংলাদেশ

পরমাণু যুগের নতুন ধাপে পা দিতে যাচ্ছে বাংলাদেশ

শেয়ার করুন

image-9203নিজস্ব প্রতিবেদক :

পরমাণু যুগের আরেকটি ধাপে পা দিতে যাচ্ছে বাংলাদেশ। রূপপুরে প্রথম চুল্লীর কাজ শেষে শুরু হচ্ছে দ্বিতীয়টির কাজ। আর মূল স্থাপনার নির্মাণ শেষ হলে, ২০২৩ এর মধ্যেই বিদ্যুৎ উৎপাদন সম্ভব, বলছেন বিশেষজ্ঞরা।

একসময় স্বপ্ন মনে হলেও রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র এখন বাস্তবতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত নভেম্বরে প্রথম চুল্লীর কংক্রিট ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন। মাত্র আট মাসের মধ্যেই আর্ন্তজাতিক আনবিক শক্তি সংস্থার নির্দেশনা অনুযায়ী সে কাজ শেষ হওয়ায়, মিলেছে দ্বিতীয় ইউনিট স্থাপনের লাইসেন্স।

দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে রাশিয়ার রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট। নির্মাণে খরচ হবে ১ লাখ ১৩ হাজার ৯২ কোটি টাকা যা পদ্মাসেতু নির্মাণ ব্যয়ের চেয়ে ৪ গুন বেশি।

প্রকল্পের ভৌত অবকাঠামো, উন্নয়ন, মাটি পরীক্ষা ও কনস্ট্রাকশন ল্যাবরেটরিসহ প্রথম পর্যায়ের কাজ শেষ। মূল স্থাপনার ভারী মালামাল পরিবহণে প্রকল্প এলাকায় যুক্ত হচ্ছে রেলপথ। ২০২০ সালের মধ্যে রাশিয়া থেকে রিঅ্যাক্টরসহ অন্যান্য যন্ত্রাংশ এনে সংযোজন করা হবে।