পবিত্র মাহে রমজান শুরু

পবিত্র মাহে রমজান শুরু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রোববার থেকে পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে প্রতি বছরের মতো আবারও মুসলিম উম্মাহর মাঝে ফিরে এসেছে এই পবিত্র মাস।

ভোর রাতে সেহেরি খেয়ে আজ থেকে রমজান মাসের প্রথম রোযা শুরু করেছেন মুসল্লীরা। পবিত্র এই মাসে মুসলিম উম্মাহর জন্য সিয়াম সাধনা ফরজ করেছেন আল্লাহ তায়ালা। কোরআন-হাদিস বিশেষজ্ঞরা বলছেন, শুধু উপবাস না থেকে রমজানের চেতনা অন্তরে ধারণ করতে হবে।

এই মাসটি পালনের জন্য  যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গেমুসলমানদের ঘরে ঘরে আগেই শুরু হয়ে গিয়েছিল রোজার প্রস্তুতি। সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমালাভের মাস মাহে রমজান। অশেষ রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের এ মাস মহান আল্লাহর নৈকট্য, শান্তি এবং তাকওয়া অর্জনের অপূর্ব সুযোগ এনে দেয়।