পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন চলছে

পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন চলছে

শেয়ার করুন

 

UP Election
নিজস্ব প্রতিবেদক।।

পঞ্চম ধাপে দেশের ৪৮ জেলার ৯৫টি উপজেলার ৭০৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এই ধাপে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে মোট ৩৬ হাজার ৪৫৭ জন প্রার্থী ভোটের লড়াইয়ে মাঠে রয়েছেন।

সকালে শীতের তীব্রতা উপেক্ষা করে অধিকাংশ এলাকায়ই ভোটারদের ভালো উপস্থিতি দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতির হারও বেশ বাড়ছে।

কোথাও তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এ পর্বে ৭০৮ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই ধাপে চেয়ারম্যান পদে তিন হাজার ২৭৪, সংরক্ষিত আসনে সাত হাজার ৯৫০ ও সাধারণ সদস্য পদে ২৫ হাজার ২৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কর্মকর্তারা বলছেন, নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ, র্যাব ও বিজিবিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সতর্ক পাহাড়ায় রয়েছেন। এছাড়াও রয়েছে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটদের টহল।