‘ন্যুনতম সুযোগসুবিধা নিশ্চিত করেই রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে স্থানান্তর’

‘ন্যুনতম সুযোগসুবিধা নিশ্চিত করেই রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে স্থানান্তর’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও খাবারসহ সব সুযোগ সুবিধা নিশ্চিত করার পরই রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জার্মান সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে, প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।  মন্ত্রী বলেন, বহির্বিশ্ব রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে আছে।

প্রধানমন্ত্রী ৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়বেন বলে জানান পররাষ্ট্র মন্ত্রী। ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তিনদিনের সফরে প্রধানমন্ত্রী জলবায়ু নিরাপত্তাসহ বিভিন্ন আলোচনায় অংশ নেবেন। এছাড়া ১৮ তারিখে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বৈঠক থেকে বৈশ্বিক সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরোধে নিয়মিত কূটনৈতিক আলোচনার জন্য যৌথ ঘোষণাপত্র ঘোষণা আসতে পারে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।