নেদারল্যান্ড ও মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নেদারল্যান্ড ও মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

শেয়ার করুন

PM001-4
নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নবনিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হেন্দ্রিকুস জি.জে (হ্যারি)  এবং নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে সকালে প্রথমে গণভবনে আসেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত। এসময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা। প্রধানমন্ত্রী এসময় নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান।

পরে বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত।এসময় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কৌশলগত অংশীদারিত্বের নানা বিষয় নিয়ে আলোচনা করেন তারা। দুই রাষ্ট্রদূতই নিঃস্বার্থভাবে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় বাংলাদেশের মানুষ ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। বাংলাদেশের সরকার প্রধানের সাথে এটাই এই দুই  নবনিযুক্ত রাষ্ট্রদূতের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।