‘নির্বাচন কমিশন নিয়ে খালেদার প্রস্তাব অবাস্তব’

‘নির্বাচন কমিশন নিয়ে খালেদার প্রস্তাব অবাস্তব’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচন কমিশন গঠন নিয়ে খালেদা জিয়ার প্রস্তাবনা বাস্তবতার সঙ্গে মিল নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সোমবার সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, খালেদা জিয়ার প্রস্তাবনা জামাতসহ স্বাধীনতা বিরোধী দলগুলোকে ফেরত আনার অপচেষ্টার কৌশল। তাই এই প্রস্তাবনা আলোচনার ভিত্তি হতে পারে না বলেও মনে করেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, বেগম জিয়া বারবার আলোচনার নামে সাংবাধিক শূন্যতা সৃষ্টির চেষ্টা করছেন। প্রতিরক্ষা বাহিনীর হাতে ম্যাজেস্ট্রিয়াল ক্ষমতা দেয়ার দাবি তোলা, ওই বাহিনীকে বিতর্কিত করা ছাড়া আর কিছুই নয় বলেও মন্তব্য তথ্যমন্ত্রীর।