নির্বাচন কমিশনারদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

নির্বাচন কমিশনারদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

শেয়ার করুন

ec election commission

নিজস্ব প্রতিবেদক :

প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চার কমিশনারের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ২৬ নভেম্বর কমিশনারদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ চার নির্বাচন কমিশনার, আইন সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে বিবাদী করা হয়।

রিটকারীর আইনজীবী ইউসুফ আলী জানান, সংবিধানের ১১৮ এর ১ অনুচ্ছেদ অনুযায়ী আইন করে এর বিধান সাপেক্ষে সিইসিসহ চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দেয়ার কথা থাকলেও, কোনো আইন ও বিধান ছাড়াই তাদের নিয়োগ দেওয়া হয়েছে। আদালত রিটের শুনানি নিয়ে রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।