নির্বাচনের আগে নতুন করে কোনো উন্নয়ন প্রকল্প না নিতে নির্দেশনা

নির্বাচনের আগে নতুন করে কোনো উন্নয়ন প্রকল্প না নিতে নির্দেশনা

শেয়ার করুন

ec election commission
নিজস্ব প্রতিবেদক :

নারী ও সংখ্যালঘু ভোটাররা যেন নিশ্চিন্তে ভোট দিতে পারেন, সে বিষয় নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বিশেষ নির্দেশনা আসছে নির্বাচন কমিশন থেকে। নির্বাচনকে সামনে রেখে নতুন করে কোনো উন্নয়ন প্রকল্প না নিতে মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া নির্বাচনের আগে রিটার্নিং কর্মকর্তারা শর্তশাপেক্ষে ওয়াজ মাহফিলের অনুমতি দিতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়ার আগেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। বুধবার দুপুরে নির্বাচন কমিশনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি আরো জানান, বৃহস্পতিবার আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বিশেষ সভায় পুলিশ সুপারদের জন্য, সীমান্তবর্তী ও সহিংসপ্রবণ এলাকায় বিশেষ নিরাপত্তা এবং জঙ্গি হামলাসহ গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা থাকবে।

ইসি সচিব জানান, কিছু শর্তসাপেক্ষে ধর্মীয় ওয়াজ মাহফিলের অনুমতি নেয়ার সুযোগ থাকবে রির্টার্নিং কর্মকর্তার কাছ থেকে।

ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনকেন্দ্রিক গুজব নিয়ন্ত্রণের ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।

এছাড়া নির্বাচনের আগে কোনো নতুন প্রকল্প না নিতে মন্ত্রণালয়কে বলা হয়েছে বলে জানান ইসি সচিব।

এদিকে তফসিল ঘোষণার পর গ্রেফতার হওয়া মনোনয়ন প্রত্যাশী ৫ জনের তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছে বিএনপি। বুধবার দুপুরে চিঠি নিয়ে ইসিতে যায় বিএনপির এক প্রতিনিধি দল।