নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশের নির্দেশ

নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশের নির্দেশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশের জন্য সরকারকে ৮ মে পর্যন্ত সময় দিয়েছেন সর্বোচ্চ আদালত।

প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগ বলেছে, ওই সময়ের পর আদালত সরকারের আর কোনো অজুহাত শুনবে না।

এই গেজেট প্রকাশের জন্য দফায় দফায় সময় নিয়ে আসা রাষ্ট্রপক্ষকে সর্বশেষ গত ২৮ মার্চ দুই সপ্তাহ সময় দিয়েছিল আদালত। আইনমন্ত্রী আনিসুল হক ওইদিন সাংবাদিকদের জানিয়েছিলেন, চাকরিবিধি রাষ্ট্রপতির কাছে আছে এবং তার দেখা শেষ হলেই গেজেট আকারে প্রকাশ করা হবে।

কিন্তু অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মঙ্গলবার আপিল বিভাগের কাছে আরও দুই সপ্তাহ সময়ের আবেদন করেন। সরকারের পক্ষ থেকে দুই সপ্তাহ সময় চাওয়া হলেও সামনে সুপ্রিম কোর্টের অবকাশ থাকায় আচরণবিধির গেজেট প্রকাশের জন্যু সরকারকে ৮ মে পর্যন্ত সময় দেয় সর্বোচ্চ আদালত।