নিজ বাড়ি ঈশ্বরদীতেই চিরশায়িত হবেন কমরেড জসিম মণ্ডল

নিজ বাড়ি ঈশ্বরদীতেই চিরশায়িত হবেন কমরেড জসিম মণ্ডল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

নিজ বাড়ি ঈশ্বরদীতেই চিরশায়িত হবেন শ্রমিক নেতা ও বর্ষীয়ান রাজনীতিবিদ কমরেড জসিম উদ্দিন মণ্ডল।

বারডেমের হিমঘরে তাঁর মরদেহ আজ সকাল সাড়ে নটা থেকে ১১টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের জন্য সিপিবির কার্যালয়ে নেয়া হবে। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা সাড়ে এগারোটা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজা শেষে পাবনার ঈশ্বরদীতে তার গ্রামের বাড়িতে নেয়া হবে। মঙ্গলবার ঈশ্বরদীর কেন্দ্রীয় কবরস্থানে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত স্থানে তাঁকে দাফন করা হবে।

সোমবার ভোরে রাজধানীর হেলথ এন্ড হোপ হাসপাতালে মারা যান বর্ষীয়ান এই রাজনীতিবিদ। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে শয্যাশায়ী ছিলেন। ১৯২২ সালে নানার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরের খালিদাসপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। রাজনীতির হাতেখড়ি কলকাতায়। ব্রিটিশ খেদাও আন্দোলন, কৃষক আন্দোলন, তেভাগা আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকা ছিল। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনেও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তিনি প্রায় ২৩ বছর জেল খেটেছেন। ১৯৪০ সালে তিনি কমরেড উপাধি পান।