‘নায্য দাবি-দাওয়া নিয়ে এ সরকার খুবই সচেতন’

‘নায্য দাবি-দাওয়া নিয়ে এ সরকার খুবই সচেতন’

শেয়ার করুন

Minister pic প্রতিমন্ত্রী মুজিবুল
কুষ্টিয়া প্রতিনিধি:

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, যেখানে শ্রমিক, মালিক ও বেতন আছে সেখানে দাবি দাওয়া থাকবেই।

তিনি বলেন, বর্তমান সরকারের আমলে কোন সেক্টরেই অচলাবস্থা হওয়ার সুযোগ নেই। শ্রমিকদের নায্য দাবি দাওয়া নিয়ে এ সরকার খুবই সচেতন। যখনি কোন সমস্যা হয় আমরা শ্রম উন্নয়নের পক্ষ থেকে মালিক ও শ্রমিকদের সাথে আলোচনা করে সমাধান দেয়।

বুধবার দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সরকারী কর্মকর্তা, কারখানা মালিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া ও আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব মিকাউল শিপার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাসচিব সৈয়দ আহম্মদ, কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিমসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, কারখানা মালিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।