নব্য জেএমবির ১০ জঙ্গি রিমান্ডে

নব্য জেএমবির ১০ জঙ্গি রিমান্ডে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর উত্তরা ও কলাবাগান থেকে গ্রেপ্তার নব্য-জেএমবি’র সারোয়ার জাহান-তামিম চৌধুরী গ্রুপের সন্দেহভাজন ১০ জঙ্গির ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। শুনানী শেষে ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার লুৎফুল কবীর জানান, অভিযুক্ত ১০ জনকে, গত বছরের ৮ অক্টোবরের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সাভারের আশুলিয়ায় র‌্যাবের অভিযানে গত বছরের ৮ অক্টোবর নিহত হয় নব্য জেএমবির প্রধান শাইখ আবু ইব্রাহিম আল হানিফ ওরফে সারোয়ার জাহান।

র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন, উত্তরা লাইফ স্কুলের  গ্রেপ্তারকৃত  ৩ বর্তমান ও সাবেক পরিচালকসহ অন্যরা- বিভিন্ন সময়ে সারোয়ার জাহান, পলাতক মাইনুল ইসলাম মূসা, রূপনগরে পুলিশের অভিযানে নিহত অবসরপ্রাপ্ত মেজর জাহিদুল ইসলাম এবং আজিমপুরে নিহত তানভীর কাদেরীর সঙ্গে যোগযোগ রেখেছিলো।