নকল ও নিষিদ্ধ অষুধ বিক্রি: মিডফোর্ড এলাকার ৪৬টি প্রতিষ্ঠানকে জরিমানা

নকল ও নিষিদ্ধ অষুধ বিক্রি: মিডফোর্ড এলাকার ৪৬টি প্রতিষ্ঠানকে জরিমানা

শেয়ার করুন

rabনিজস্ব প্রতিবেদক :

নকল, আমদানি নিষিদ্ধ, সরকারি এবং বিক্রি-নিষিদ্ধ ওষুধ বিক্রয়ের অভিযোগে পুরোনো ঢাকার মিডফোর্ড এলাকার একটি মার্কেটে অভিযান চালিয়ে ৪৬টি প্রতিষ্ঠানকে ৭০ লাখ টাকা জরিামানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুর থেকে ওই মার্কেটে অভিয়ান চালায় র‌্যাব ও ওষুধ প্রশাসন। মার্কেটের ৫ তলার প্রায় সবকয়টি দোকানে অভিযান চালানো হয়। তাদের কাছ থেকে কুরবানীর ঈদকে সামনে রেখে গরু মোটাতাজাকরণ ওষুধ পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেক ওষুধে ভেজাল ছিলো।

মার্কেট থেকে প্রায় ২০ কোটি টাকা মূল্যমানের ওষুধ জব্দ করা হয়েছে। একই সঙ্গে অন্তত ৬টি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে। মিডফোর্ড এলাকার ওষুধ ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক করে তাদেরকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে। এর মধ্যে এই এলাকায় ভেজাল ওষুধ বিক্রি বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।