ধানমন্ডি থেকে সরাতে হবে অনুমোদনবিহীন বাণিজ্যিক প্রতিষ্ঠান

ধানমন্ডি থেকে সরাতে হবে অনুমোদনবিহীন বাণিজ্যিক প্রতিষ্ঠান

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকা থেকে অনুমোদনবিহীন বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নিতে, হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিঞার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

ওই এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সরিয়ে নিতে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করে ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। তাদের আবেদন খারিজ হওয়ায় বহাল থাকছে হাইকোর্টের রায়।

ফলে ধানমণ্ডি-২, ২৭ নম্বর সড়ক, সাত মসজিদ রোড ও মিরপুর সড়ক ছাড়া, আবাসিক এলাকার ভেতরে থাকা বাণিজ্যিক স্থাপনা অপসারণে কোন বাধা থাকছে না। ২০১১ সালে ধানমন্ডি এলাকার আবাসিক চরিত্র বজায় রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন দুই বাসিন্দা।