দেড় বছর পর খুললো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল

দেড় বছর পর খুললো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল

শেয়ার করুন

52871860_2284663451860110_7883353385942908928_n

।। নিজস্ব প্রতিবেদক ।।
শর্ত সাপেক্ষে আজ থেকে খুলে দেয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। মঙ্গলবার সকাল আটটা থেকে হলের প্রধান গেট খুলে দেয়ার পর আসতে শুরু করেছেন শিক্ষার্থীরা।

হল কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের যেসব আবাসিক শিক্ষার্থী অন্তত করোনার প্রথম ডোজ টিকা নিয়েছে, তারা স্বাস্থ্যবিধি অনুসরণ করে ভ্যাকসিন সার্টিফিকেট এবং বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখিয়ে হলে উঠতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকাল ১০টায় বিভিন্ন হল পরিদর্শন করেন। এরপর শিক্ষার্থীদের ফুল, চকলেট ও বিশ্ববিদ্যালয়ের লোগো সংবলিত মাস্ক দিয়ে বরণ করে হল কর্তৃপক্ষ।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বছরের ২০ মার্চ থেকে বন্ধ রাখা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল।

আবাসিক হলে থাকতে মানতে হবে যেসব বিধিনিষেধ:

১। কক্ষের বাইরে আসলে সবাইকে বাধ্যতামূলকভাবে নাক-মুখ ঢেকে মাস্ক পরতে হবে।
২। স্বাস্থ্যবিধি পালনের জন্য সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে।

৩। পরস্পরের কাছ থেকে কমপক্ষে ১ মিটার (৩ ফুট) শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

৪। কোনো কক্ষের মেঝেতে কিংবা এক বিছানায় একাধিক ব্যক্তি শোয়া যাবে না। কেবলমাত্র আবাসিক ও দ্বৈতাবাসিক শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবে। কোনো বহিরাগতকে কক্ষে অবস্থান করতে দেয়া যাবে না।

৫। প্রয়োজন সাপেক্ষে কক্ষে এবং কক্ষের বাহিরে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।

৬। শিক্ষার্থীদের নিজ নিজ কক্ষ এবং আশপাশে সবসময় পরিষ্কার রাখতে হবে। এ ক্ষেত্রে হল প্রশাসন সহযোগিতা করবে।