দুই দস্যুবাহিনীর আত্মসমর্পণ

দুই দস্যুবাহিনীর আত্মসমর্পণ

শেয়ার করুন

জলদস্যু

বরিশাল প্রতিনিধি:

স্বরাষ্ট্রমন্ত্রী ও র‍্যাব মহাপ‌রিচালকের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছে সুন্দরব‌নের দস্যু শান্ত ও আলম বা‌হিনী।

বৃহস্পতিবার দুপুরে ব‌রিশাল নগ‌রের রুপাত‌লির র‍্যাব-৮ কার্যাল‌য়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামা‌ল এবং র‍্যাব মহাপ‌রিচালক বেনজির আহ‌মেদের উপ‌স্থি‌তি‌তে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে এই দুই বাহিনীর ১৪ সদস্য।

এর আগে, বুধবার ভোর ৫টা থে‌কে রাত ১০টা পর্যন্ত সুন্দরব‌নে অভিযান চালান র‍্যাব-৮-এর সদস্যরা। তখন শান্ত বাহিনীর ১০ জন ও আলম বাহিনীর ৪ সদস্য আত্মসমর্পণ করে।

এ সময় ৯টি বিদেশি একনালা বন্দুক, ২টি বিদেশি দোনালা বন্দুক, ২টি ওয়ান শুটার গান এবং ২টি কাটা রাইফেলসহ মোট ২০টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেন তারা। স্বাভাবিক জীবনে ফিরে আসার আশায়, আজ তারা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করলেন।