দুই জেলায় ৩ জনের ফাঁসির দণ্ড

দুই জেলায় ৩ জনের ফাঁসির দণ্ড

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

পিরোজপুর ও সাতক্ষীরায় হত্যা মামলায় বৃহস্পতিবার ৩ জনের ফাঁসি ও ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

পিরোজপুরের মঠবাড়িয়ার কলেজ ছাত্র রুবেল হত্যা মামলায় ৩ জনের ফাঁসির রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে ৪ জনকে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, মিরাজ, আব্দুল জলিলও আবুল কালাম। ২০০৮ সালের ২২ জুন মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের রুবেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে অভিযুক্তরা। প্রেম ও জমি নিয়ে বিরোধের কারণেই এ হত্যাকাণ্ড বলে প্রমাণিত হয়েছে।

এদিকে, সাতক্ষীরায় আনোয়ারুল হত্যা মামলায় ৫ জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক আশরাফুল ইসলাম এই রায় দেন। আসামিরা হলেন, দেবনগর গ্রামের রাশেদ, জাহাঙ্গীর, নজরুল, নুর ইসলাম ও মোতালেব।

জানা গেছে, ২০০৩ সালের ১১ জুলাই দক্ষিণ দেবনগর স্কুল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় খুন হন আনোয়ারুল।