‘দায়মুক্তি অধ্যাদেশকে বাতিল আইনের শাসন প্রতিষ্ঠায় যুগান্তকারী ঘটনা’

‘দায়মুক্তি অধ্যাদেশকে বাতিল আইনের শাসন প্রতিষ্ঠায় যুগান্তকারী ঘটনা’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

অপারেশন ক্লিনহার্টের দায়মুক্তি অধ্যাদেশকে বাতিল ঘোষণা করা আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যুগান্তকারী ঘটনা। বললেন, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।

অপারেশন ক্লিনহার্টের দায়মুক্তি অধ্যাদেশ বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

২০০২ সালের অক্টোবর থেকে ২০০৩ সালের জানুয়ারি পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে পরিচালিত ‌অপারেশন ক্লিনহার্ট কার্যক্রমকে দায়মুক্তি দিয়ে করা আইনটি সংবিধান পরিপন্থি বলে উল্লেখ করেছেন আদালত। একই সঙ্গে অপারেশন ক্লিনহার্ট চলার সময় ক্ষতিগ্রস্তরা চাইলে মামলা ও ক্ষতিপূরণ দাবি করতে পারবেন বলেও উল্লেখ করা হয়েছে।

এ রায়ের মধ্য দিয়ে বিচার-ব্যবস্থার ভাবমূর্তি আরো উজ্জ্বল হলো বলেও উল্লেখ করেন সিনিয়র এই আইনজ্ঞ।