দাউদ ইব্রাহিমের সহযোগী দাউদ মার্চেন্টকে ছেড়ে দেয়া হয়েছে

দাউদ ইব্রাহিমের সহযোগী দাউদ মার্চেন্টকে ছেড়ে দেয়া হয়েছে

শেয়ার করুন

%e0%a6%a6%e0%a6%be%e0%a6%89%e0%a6%a6-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f

নিজস্ব প্রতিবেদক :

দুবাইয়ে থাকা ভারতের কুখ্যাত সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের সহযোগী আবদুর রউফ ওরফে দাউদ মার্চেন্ট মুক্তি পেয়েছেন। রোববার সন্ধ্যায় কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। দুটি মামলায় সাজার মেয়াদ শেষ হওয়ায় তাকে মুক্তি দেয়া হয়েছে।

২০০৯ সালের ২৭ মে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে দাউদ মার্চেন্টকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় তার ৫ বছরের সাজা হয়।

২০১৪ সালের নভেম্বরে তার সাজার মেয়াদ শেষ হয়। এরপর ১ ডিসেম্বর মুক্তি পাওয়ার পরপরইই তাকে জেলগেট থেকে আবার ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়।

গত ৩ নভেম্বর ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারার অভিযোগ থেকে অব্যাহতি দেয় ঢাকার হাকিম আদালত। সেই কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তার মুক্তির ব‌্যবস্থা করে কারা কর্তৃপক্ষ।