তিন সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

তিন সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

শেয়ার করুন

আবহাওয়ানিজস্ব প্রতিবেদক :

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে : দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্দরের পণ্য বোঝাই খালাসের কাজ বিঘ্নিত হচ্ছে। এদিকে,উপকূলীয় এলাকায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাপন। চট্টগ্রাম,কক্সবাজার,মংলা ও পায়রা বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানোর পাশাপাশি বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এছাড়া খুলনা,বরিশাল,চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।