তিন যুদ্ধাপরাধীর আপিল শুনানি পিছিয়েছে

তিন যুদ্ধাপরাধীর আপিল শুনানি পিছিয়েছে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম, আবদুস সুবহান  ও জাতীয় পার্টির প্রাক্তন প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের আপিল শুনানির দিন পিছিয়েছে। আগামী ২১ নভেম্বর আপিল শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

সকালে আসামিদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ নতুন দিন ধার্য করেন। আদালতে সুবহান ও আজাহারের পক্ষে ছিলেন অ্যাডভোকেট রেকর্ড জয়নুল আবেদীন ও শিশির মনির। কায়সারের পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাজাহান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

২০১৫ সালের ১৮ মার্চ সুবহানের খালাস চেয়ে আপিল আবেদন দায়ের করা হয়। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিএম আজহারকে ফাঁসির দণ্ড দেন। অপরদিকে ২০১৫ সালের ১৯ জানুয়ারি যুদ্ধাপরাধে ফাঁসির দণ্ডাপ্রাপ্ত জাতীয় পার্টির নেতা ও এরশাদ আমলের কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সার বেকসুর খালাসের আরজি জানিয়ে আপিল দায়ের করেন।