তারেক মাসুদের মৃত্যুতে ক্ষতিপূরণ চেয়ে করা মামলার রায় ঘোষণা শেষ হয়নি

তারেক মাসুদের মৃত্যুতে ক্ষতিপূরণ চেয়ে করা মামলার রায় ঘোষণা শেষ হয়নি

শেয়ার করুন

b0e02645289a7c312acf76eda5fbd76cনিজস্ব প্রতিবেদক :

সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদের মৃত্যুতে ক্ষতিপূরণ মামলার রায় ঘোষণা শেষ হয়নি। বৃহস্পতিবার রায়ের বাকি অংশ ঘোষণা করবেন বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ।

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মারা যান তারেক মাসুদ এবং মিশুক মুনীরসহ পাঁচজন। তাঁদের বহনকারী মাইক্রোবাসটির সঙ্গে চুয়াডাঙ্গাগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনায় আরো কয়েকজন আহত হন।

এ ঘটনায় হত্যা মামলার পাশাপাশি নিহত তারেক মাসুদ এবং মিশুক মুনীরের পরিবার আলাদা দু’টি ক্ষতিপূরণ মামলা করেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে পরে মানিকগঞ্জ জেলা জজ ও মোটর ক্লেইমস ট্রাইব্যুনাল থেকে  মামলা দু’টি হাইকোর্টে শুনানি করা হয়।

এরমধ্যে বুধবার তারেক মাসুদের পরিবারের করা ১০ কোটি টাকা ক্ষতিপূরণ মামলার রায় ঘোষণা শুরু হয়। মিশুক মুনীরের পরিবারের করা ক্ষতিপূরণ মামলাটির শুনানি এখনও শেষ হয়নি।