তারেক মাসুদের পরিবারকে ৪ কোটি ৬১ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

তারেক মাসুদের পরিবারকে ৪ কোটি ৬১ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সড়ক দুর্ঘটনায় নিহত তারেক মাসুদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৪ কোটি ৬১ লাখ ৭৫ হাজার ৪শ৫২ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ তারেক মাসুদের মৃত্যুর ঘটনায় দায়ের করা ক্ষতিপূরণ মামলার রায়ে এই আদেশ দেন।  তিন মাসের মধ্যে এ ক্ষতিপূরণের টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালত পর্যবেক্ষনে বলেছেন, যে এখন থেকে সড়ক দুর্ঘটনায় নিহত এবং আহতদের পরিবার ক্ষতিপূরণ চেয়ে মামলা করতে পারবে।

তাৎক্ষনিক প্রতিকৃয়ায় অ্যাটর্নি জেনালে মাহবুবে আলম বলেন, এ রায় দৃষ্টান্তমূলল এবং এটি সড়ক দুর্ঘটনার হার কমাতে সাহায্য করবে।

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলা এলাকায় ২০১১ সালের ১৩ আগস্ট সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন।