তারেকের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল: আইনমন্ত্রী

তারেকের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল: আইনমন্ত্রী

শেয়ার করুন

আইনমন্ত্রী আনিসুলনিজস্ব প্রতিবেদক :

২১শে আগস্ট গ্রেনেড হামলার মূল হোতা হিসেবে তারেক রহমানের ফাঁসি হওয়া উচিত ছিল বলে মনে করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সচিবালয়ে রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, সাজাপ্রাপ্ত পলাতকদের ফিরিয়ে আনা হবে। তবে রায়ে তিনি সন্তুষ্ট বলে জানান।

আইনমন্ত্রী বলেন, এ ঘটনার মূল নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানেরও মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল। রায় পাওয়ার পর সেটি পর্যালোচনা করে তারেক রহমান, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও হারিছ চৌধুরীর সাজা ফাঁসিতে বর্ধিত করা যায় কি না, সে জন্য উচ্চ আদালতে আপিল করবেন তাঁরা।

আইনমন্ত্রী বলেন, তাঁরা যতটুকু জেনেছেন, এ ঘটনায় ৫২ জন আসামির মধ্যে ৪৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। এর মধ্যে ১৯ জনকে মৃত্যুদণ্ড ও ১৯ জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।