তাবিথ আউয়ালকে দুদকের টানা চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ

তাবিথ আউয়ালকে দুদকের টানা চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি নেতা তাবিথ আউয়ালকে টানা চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সন্দেহজনক লেনদেনে জড়িত থাকার অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও তাবিথ আউয়ালের দাবি রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে এই অনুসন্ধান।

মঙ্গলবার সকাল ১০টায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে আসেন তাবিথ। এর আগে তাকে তলব করে গত ২৪ এপ্রিল অনুসন্ধান কর্মকর্তা আখতার হামিদ নোটিশ পাঠান।

দেশের বাইরে অর্থপাচারসহ অবৈধভাবে কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছেলে ও ঢাকা উত্তরে দলটির সাবেক মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের বিরুদ্ধে। বিএনপির শীর্ষ আট নেতার সঙ্গে বিভিন্ন ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ১২৫ কোটি টাকা লেনদেন করার আরেকটি অভিযোগের অনুসন্ধান করছে দুদক।