ঢাকায় চলছে বাংলাদেশ ও মিয়ানমারের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক

ঢাকায় চলছে বাংলাদেশ ও মিয়ানমারের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্য গঠিত যৌথ ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠক শুরু হয়েছে।

রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় সকাল সোয়া এগারোটায় শুরু হওয়া বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন দুই দেশের সচিব। এ বৈঠকে মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ইউ মিন্ট থো। আর বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য গত বছর ১৯ ডিসেম্বর ঢাকায় যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়। চলতি বছর ১৫ জানুয়ারি মিয়ানমারে ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এবার ঢাকায় দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।