ঢাকায় কোন সড়কে শৃঙ্খলায় নেই যানবাহন আর পথচারীরা

ঢাকায় কোন সড়কে শৃঙ্খলায় নেই যানবাহন আর পথচারীরা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সাপ্তাহিক ছুটির দিনে ঢাকার রাজপথ ফাঁকা থাকলেও, বাস টার্মিনালমুখী সড়কগুলোয় ছিলো বাড়তি চাপ। অন্যদিকে ফাকা ঢাকায় প্রতিটি সড়কেই শৃঙ্খলায় নেই কোন যানবাহন আর পথচারী।

সড়ককে নিরাপদ করার আন্দোলন আর ট্রাফিক সপ্তাহ মিলে ১৫ দিন যে শৃঙ্খলা ছিলো ঢাকার সড়কে, গত তিনদিনে যেন তার সব উধাও। সবচে বাজে অবস্থা পথচারীদের। আইনশৃঙ্খলা বাহিনীর শত চেষ্টায়ও পথচারীদের ঠেকানো যায়নি। সবচে হতাশার চিত্র হচ্ছে সড়ককে নিরাপদ করতে রাস্তা নামলো যে শিক্ষার্থী সমাজ, তাদের কেউ কেউই মানছেন না ট্রাফিক আইন।

শহরের সবাই যেন আছেন মস্ত তাড়ায়। শহরজুড়ে কতো ফুট ওভার ব্রিজ। সেগুলোর বেশীরভাগের চিত্রই এমন। কেউ কেউ এর মাঝে আবার দোকান বসিয়ে করছেন ব্যবসাও।

বাস স্ট্যান্ডতো আছেই। তবে রাস্তার যেখানে সেখানে বাস থামিয়ে লোক নেওয়া অভ্যস্ত বাসচালকদের অভ্যাসতো পাল্টেনি।  আবার যাত্রীরা ও চান এভাবেই উঠতে।

ঈদের আগের শেষ শুক্রবারে এমন বাড়তি চাপ থাকে আন্তঃজেলা বাস টার্মিনাল মুখী সড়কগুলোয়। এদিনেও এর ব্যতিক্রম ছিলো না।