ডেসটিনির শীর্ষ দুই কর্তার জামিন স্থগিত

ডেসটিনির শীর্ষ দুই কর্তার জামিন স্থগিত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন এবং ডেসটিনি টু-থাউজেন্ড লিমিটেডের চেয়ারম্যান মোহম্মদ হোসেনের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।

গত ২০ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ শর্তসাপেক্ষে এই দুজনকে জামিন দিয়েছিলেন। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ আদেশটি ১১ আগস্ট পর্যন্ত স্থগিত করেন। একই সঙ্গে ওই দিন দুদককে এই আদেশের বিপক্ষে লিভ টু আপিল করতে বলা হয়েছে।

প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা পাচার ও আত্মসাতের অভিযোগে ২০১২ সালে রফিকুল আমীন ও মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক।

দুই আসামি ২০১২ সালের ১১ অক্টোবর নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। জামিন না মঞ্জুর করে তাদরে কারাগারে পাঠায় আদালত। সেই থেকে দুজন কারাগারেই আছেন।