ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে সচেতনতা বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে সচেতনতা বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে জনগণকে বাসা বাড়ি পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি সরকারের পক্ষ থেকে সব ধরণের পদক্ষেপ নেয়ার নির্দেশনাও দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

১৫ আগস্ট জাতীয় শোকদিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ এবং আলোচনা সভার আয়োজন করে কৃষক লীগ।

অনুষ্ঠানে মোবাইল ফোনের মাধ্যমে সংযুক্ত হন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, সোনার বাংলার স্বপ্ন দেখা বঙ্গবন্ধু এই দেশের জন্য সপরিবারে শহীদ হয়েছেন। দেশের মানুষের ভাগ্যোন্নয়নের মাধ্যমে তাঁর সেই রক্তের ঋণ শোধ করতে হবে।

চলমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সবাইকে সচেতন হতে এবং বাসা বাড়ি পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে ২শ জন স্বেচ্ছায় রক্তদান করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়।