ডিআইজি মিজানের জামিন নামঞ্জুর

ডিআইজি মিজানের জামিন নামঞ্জুর

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

অবৈধ সম্পদের অর্জনের অভিযোগের মামলায় সাময়িক বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানের আগাম জামিনের আবেদন নামঞ্জুর করেছে হাইকোর্ট। তিনি পুলিশের সুনাম ধ্বংস করেছেন বলে আদালত মন্তব্য করেন।

সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাই কোর্ট বেঞ্চে মিজানের উপস্থিতিতে শুনানি শেষে এই আদেশ দিয়ে তাকে গ্রেপ্তার করতে শাহবাগ থানার ওসিকে নির্দেশ দেন। গত ২৪ জুন তিন কোটি ৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৩ কোটি ২৮ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডিআইজি মিজানের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন-দুদক।

২৬ জুন রাষ্ট্রপতি আবদুল হামিদের অনুমোদনে ডিআইজি মিজানকে সাময়িক বরখাস্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নারী নির্যাতনের অভিযোগে দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া ডিআইজি মিজানের অবৈধ সম্পদের তদন্ত শুরু করেছিলো দুদক। কিন্তু, এই তদন্ত করতে গিয়ে দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছির ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ করেন মিজানুর রহমান।