টিকা নেয়া ৯৭ শতাংশের শরীরে অ্যান্টিবডি

টিকা নেয়া ৯৭ শতাংশের শরীরে অ্যান্টিবডি

শেয়ার করুন

Serum Vac bd

 

ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত করোনা প্রতিরোধী টিকা কোভিশিল্ড নেওয়ার দুই মাস পর ৯৭ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

বুধবার (১২ মে) আইইডিসিআরের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
এতে বলা হয়, কোভিশিল্ডের প্রথম ডোজ নেওয়ার এক মাস পর ৯২ শতাংশ এবং দুই মাস পর ৯৭ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। আরও বলা হয়, যারা করোনায় আক্রান্ত হয়েছে এবং টিকা নিয়েছেন তাদের শরীরে চার গুণ বেশি অ্যান্টিবডি পাওয়া গেছে।

টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়া ১২০ জনের তথ্য বিশ্লেষণ করে আইইডিসিআর এই ফলাফল প্রকাশ করেছে।

অন্যান্য অসুস্থতা থাকা বা না থাকার সঙ্গে অ্যান্টিবডি তৈরির কোনো পার্থক্য পরিলক্ষিত হয়নি বলেও জানিয়েছে সংস্থাটি।

সংস্থাটি আরও জানিয়েছে, এই গবেষণায় দেশের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে টিকা নেওয়া ছয় হাজার ৩০০ জনের তথ্য পর্যালোচনা করা হবে। গবেষণা চলছে এবং এটি দুবছর চলবে।