টিকা নিয়েছেন দেশের সাড়ে ৫৫ লাখ মানুষ

টিকা নিয়েছেন দেশের সাড়ে ৫৫ লাখ মানুষ

শেয়ার করুন

Serum Vac bd
মহামারি করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণে টালমাটাল সময়ের মাঝেও ভাইরাসটি প্রতিরোধে টিকা নিচ্ছেন সাধারণ মানুষ। এরই ধারাবাহিকতায় দেশের সাড়ে ৫৫ লাখের বেশি মানুষ ইতোমধ্যেই টিকার প্রথম ডোজ গ্রহণ করেছে। এছাড়া নিবন্ধন করেছেন প্রায় ৭০ লাখ মানুষ।

মঙ্গলবার (৬ এপ্রিল) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ৫৫ লাখ ৫৫ হাজার ৬৭৫ জন মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। এরমধ্যে ৩৪ লাখ ৪৫ হাজার ৩১১ জন পুরুষ এবং ২১ লাখ ১০ হাজার ৩৬৪ জন নারী রয়েছেন। এছাড়া মঙ্গলবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সারাদেশের ৬৯ লাখ ৬০ হাজার ৬২৫ মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৬ হাজার ১৮১ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ নয় হাজার ৬১০ এবং নারী ছয় হাজার ৫৭১ জন।

এ নিয়ে এখন পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১৭ লাখ ১৬ হাজার ৮৫৫ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে আট লাখ ৭১ হাজার ৫৩, ময়মনসিংহ বিভাগে দুই লাখ ৭৬ হাজার ১৮১, চট্টগ্রাম বিভাগে ১১ লাখ ২০ হাজার ৬২৩, রাজশাহী বিভাগে ছয় লাখ ৩৭ হাজার ২০০, রংপুর বিভাগে পাঁচ লাখ ৭০ হাজার ৬৯০, খুলনা বিভাগে সাত লাখ চার হাজার ৩৬১, বরিশাল বিভাগে দুই লাখ ৪০ হাজার ৬৬০ এবং সিলেট বিভাগে দুই লাখ ৮৯ হাজার ১০৫ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেওয়া হয়। পরদিন রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেওয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম টিকা নেওয়ার ৬০ দিন পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় আগামীকাল বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব।