টিকা না নিয়ে বের হলে শাস্তির সিদ্ধান্ত প্রত্যাহার

টিকা না নিয়ে বের হলে শাস্তির সিদ্ধান্ত প্রত্যাহার

শেয়ার করুন

Bd vaccination
করোনাভাইরাস প্রতিরোধে আগামী ১০ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউনের মেয়াদ বড়ানো হয়েছে। লকডাউন শেষে আগামী ১১ আগস্ট থেকে খুলবে বিপনীবিতান ও শপিংমল। এছাড়া স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে চলাচল করবে গণপরিবহন। এ পরিপ্রেক্ষিতে গতকাল আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গতকাল সচিবালয়ে সাংবাদিকদের বলেছিলেন, টিকা গ্রহণ না করে ১৮ বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তি বাইরে বের হলে তাদের শাস্তির আওতায় আনা হবে। এ বিষয়ে নাগরিকদের মধ্যে নানা রকম জল্পনা কল্পনা চলতে থাকে। টিকার বেজিস্ট্রেশনের জন্য বাড়তে থাকে আবেদনকারীর সংখ্যা। যার ফলে আজ সারাদিন ধরেই সুরক্ষা ডট কম এর সার্ভার জ্যাম হয়ে থাকে। এ পরিপ্রেক্ষিতে, মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক তার বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে আজ বুধবার (৪ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিককেই পর্যায়ক্রমে টিকার আওতায় নিয়ে আসা হবে। তবে ‘টিকা নেওয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ ১১ আগস্টের পর বাইরে বের হতে পারবেন না’ মর্মে বিভিন্ন গণমাধ্যমে মন্ত্রীর যে বক্তব্য প্রচার হচ্ছে, বক্তব্যের অংশটুকু প্রত্যাহার করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এছাড়া তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, ১৮ বছরের বেশি বয়সী কোনো নাগরিক টিকা নেওয়া ছাড়া বাইরে বের হলে শাস্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সচিবালয়ে আজ বুধবার (৪ আগস্ট) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (৩ আগস্ট) অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে টিকা না নিয়ে বাইরে বের হলে নাগরিকদের শাস্তির মুখোমুখি হতে হবে, এ ধরেনর কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। গতকালের বৈঠকে আমিও অনলাইনে সংযুক্ত ছিলাম। সেখানে এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি যে ১৮ এর বেশি বয়সের কেউ টিকা না নিয়ে বের হলে, তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।