হামলা পর জেএমবি আইএসের নামে বার্তা পাঠাতো

হামলা পর জেএমবি আইএসের নামে বার্তা পাঠাতো

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি-ই সাম্প্রতিক হামলার পর আইএসের নামে দায় স্বীকার করে বার্তা ও ছবি পাঠাতো আমাক এজেন্সিতে।

রাজধানীতে র‌্যাবের অভিযানে ‘আত-তামকীন’ নামের একটি জঙ্গি ওয়েবসাইটের অ‌্যাডমিনসহ ছয়জনকে গ্রেপ্তারের পর এমন তথ্য জানিয়েছেন র‌্যাবের কর্মকর্তারা।

মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ৬ জঙ্গিকে আটক করে র‌্যাব। তাদের মধ্যে ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সিফাত ‘আত-তামকীন’ নামক ওয়েব সাইটের এ্যডমিন। সে নিষিদ্ধ আনাসারুল্লাহ বাংলা টিমের জঙ্গী সদস্য। গ্রেপ্তার অন্য ৫ জঙ্গি আত্মঘাতি দলের সদস্য ও দাওয়াতি কর্মকান্ডে জড়িত বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

বুধবার দুপুরে র‌্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি বলেন- সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অ্যাপস ব্যবহার করে জঙ্গি দলে সদস্য সংগ্রহ করতো গ্রেপ্তারকৃত মোস্তাফিজুর রহমান সিফাত।

‘আমাক’ ব্যবহারের কারণ হিসেবে র‌্যাব কর্মকর্তারা বলছেন- কভারেজ এবং আলোচনায় থাকার জন্য তারা এই কৌশল অবলম্বন করতো। তাদের মূল গডফাদার কথিত এক আমীরের সন্ধান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।