জামিন নামঞ্জুর করে মইনুলকে কারাগারে প্রেরণ

জামিন নামঞ্জুর করে মইনুলকে কারাগারে প্রেরণ

শেয়ার করুন

moinul-20181020155047নিজস্ব প্রতিবেদক :

মানহানির মামলায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম এ আদেশ দেন।

সোমবার রাত পৌনে ১০টার দিকে জাসদ নেতা আ স ম রবের উত্তরার বাসা থেকে গ্রেপ্তার হন তিনি। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে নেয়া হয়।

১৬ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে উদ্দেশ্য করে অশোভন মন্তব্য করায়, সোমবার রংপুর মুখ্য মহানগর হাকিমের আদালতে মিলি মায়া বেগম মানহানির মামলা করেন। ওই মামলায় ব্যারিস্টার মইনুলের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সেই মামলায় কারাগারে যেতে হলো, ব্যারিস্টার মইনুল হোসেনকে।

তবে, এই ঘটনায় বিভিন্ন জেলায় একাধিক মামলা হয়েছে। তার মধ্যে দুই মামলায় রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মইনুল হোসেনের জামিন স্থগিত না করে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। আগামী ২৫ অক্টোবর তার শুনানি হবে।