জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে চায় তালেবান

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে চায় তালেবান

শেয়ার করুন

Taleban

আন্তর্জাতিক ডেস্ক।।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগ্রহ দেখিয়েছে তালেবান সরকার। এ জন্য চলতি সপ্তাহে জাতিসংঘকে একটি চিঠি দিয়েছে তারা।

২০ সেপ্টেম্বর থেকে এ অধিবেশন শুরু হয়েছে। চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফানে ডুজারিখ এ তথ্য নিশ্চিত করেছেন। জাতিসংঘের একটি কমিটি এখন এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

বিবিসি জানিয়েছে, তালেবান ইতোমধ্যেই জাতিসংঘে তাদের দূতও নিয়োগ করেছে। কাতারের রাজধানী দোহায় অবস্থিত তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র সোহাইল শাহীনকে জাতিসংঘে আফগান দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তালেবান বলছে, ক্ষমতাচ্যুত সাবেক আফগান সরকারের প্রতিনিধি এখন আর আফগানিস্তানের প্রতিনিধিত্ব করে না।

গত ১৫ আগস্ট আফগানিস্তান দখল করে তালেবান। এর কয়েক দিনের মাথায় তারা দেশটিতে নতুন সরকার গঠন করেছে। তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন আমির খান মুত্তাকি। তিনি চিঠি পাঠিয়েছেন জাতিসংঘের মহাসচিবের কাছে। এ চিঠিতে তিনি উল্লেখ করেছেন, জাতিসংঘের উচ্চপর্যায়ের এ সম্মেলনে অংশ নিতে চায় তালেবান। বিবিসির খবরে বলা হয়েছে, গত সোমবার এ চিঠি পাঠিয়েছে তালেবান।