জরুরি ভিত্তিতে মশার ওষুধ আমদানির নির্দেশ হাইকোর্টের

জরুরি ভিত্তিতে মশার ওষুধ আমদানির নির্দেশ হাইকোর্টের

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

জরুরি ভিত্তিতে মশার কার্যকরী ওষুধ আমদানিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুই সিটি করপোরেশন ও সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট  বেঞ্চ এ আদেশ দেন।

আদালত আরো নির্দেশ দিয়েছেন, রাজধানীর বাইরে দেশের সব জেলায় সিটি করপোরেশন ও পৌরসভাগুলোও যেন এডিস মশা নিধনের ওষুধ পায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ওষুধ প্রশাসনের প্রতি এই নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের তলবে বৃহস্পতিবার দুপুর দুইটায় আদালতে হাজির হন স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ। জরুরী ভিত্তিতে জি টু জি পদ্ধতিতে মশার ওষুধ আনা সম্ভব কিনা, তা জানতে চান হাইকোর্ট।

এক ঘণ্টা পর সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে হেলালুদ্দীন আহমদ আদালতকে জানান, যেহেতু এসব ইনসেকটিসাইড জাতীয় ওষুধ বেসরকারিভাবে উৎপাদিত হয়, তাই সরকারিভাবে আনা সম্ভব নয়।