জমজ বাচ্চার একজনকে পেটে রেখেই সেলাই: রুলের পরবর্তী শুনানি ১৬ নভেম্বর

জমজ বাচ্চার একজনকে পেটে রেখেই সেলাই: রুলের পরবর্তী শুনানি ১৬ নভেম্বর

শেয়ার করুন

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লায় এক নারীর জমজ বাচ্চার একজনকে পেটে রেখেই সেলাই করে দেওয়ার ঘটনায়, হাইকোর্টের দেয়া রুলের পরবর্তী শুনানি আগামী ১৬ নভেম্বর। এ সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

মঙ্গলবার সকালে এ বিষয়ে শুনানি শেষে পরবর্তী তারিখ ধার্য করেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ।

কুমিল্লার লাইফ হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে, খাদিজা নামের এক নারীর জমজ বাচ্চাদের একজনকে পেটে রেখেই সেলাই করে দেন, ডাক্তার হোসনে আরা বেগম। পরে ঢাকায় এনে গুরুতর অবস্থায় তাঁর পেট থেকে মৃত বাচ্চাটিকে বের করা হয়।

গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন গত ২৯ অক্টোবর ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলন আদালতের নজরে আনেন। ওইদিনই স্বপ্রণোদিত হয়ে কুমিল্লার সিভিল সার্জন, অস্ত্রোপচারকারী চিকিৎসক এবং ক্লিনিকের মালিককে তলব করেন আদালত।