জঙ্গিবাদের বদনাম বাংলাদেশে থাকবে না: প্রধানমন্ত্রী

জঙ্গিবাদের বদনাম বাংলাদেশে থাকবে না: প্রধানমন্ত্রী

শেয়ার করুন

PM-01নিজস্ব প্রতিবেদক :

শান্তির ধর্ম ইসলামের নামে জঙ্গিবাদের বদনাম বাংলাদেশে থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে থেকে বিভিন্ন জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সের বক্তব্য দেয়ার সময় তিনি এই মন্তব্য করেন। ২০ জেলায় ৩৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এই ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়।

এর আগে গণভবনে আয়োজিত অপর এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতকে সঙ্গে নিয়ে স্প্যানিশ ভাষায় অনূদিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইয়ের মোড়ক উন্মোচন করেন শেখ হাসিনা। বঙ্গবন্ধুর আত্মজীবনীর উপর প্রকাশিত বইগুলো ভবিষ্যতে গবেষণার বড় খোরাক হবে বলেও এই অনুষ্ঠানে আশাবাদ প্রকাশ করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

পরে বিভিন্ন জেলায় সাতটি দীর্ঘ সেতু, একটি জেটি ঘাট, ১৬টি নগর মাতৃসদন ও স্বাস্থ্যকেন্দ্র ও ৯টি উপজেলা কমপ্লেক্স ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দাবি করেন, বাংলাদেশের মতো এত দ্রুত অন্য কোনও দেশ উন্নয়ন করতে পারেনি। পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও জঙ্গিবাদ দমনে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।